ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার শাখার কর্মীসভা

    0
    262

    “জাতীয় ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা, গণতান্ত্রিক শ্রম আইন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবি”

    আমার সিলেট24ডটকম,২৬নভেম্বরঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার এক কর্মীসভা ২৫ নভেম্বর বিকাল ৫ টায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার অন্যতম সদস্য ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ-২৩০৫-এর জেলা সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রূপক দাস। কর্মীসভার শুরুতে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস কেন্দ্রীয় কমিটির সার্কুলার পাঠ ও সংগঠনের সামগ্রিক রিপোর্ট পেশ করেন। সার্কুলার ও রিপোর্টের উপর আলোচনা করেন ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান সোহেল, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সভাপতি মোঃ আজিজ মিয়া, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির প্রচার সম্পাদক ও রিক্সা শ্রমিক সংঘের জেলা সভাপতি সোহেল আহমেদ, রিকশা শ্রমিক সংঘের নেতা মোস্তফা কামাল, কিসমত মিয়া, মিল শ্রমিক সংঘের রাজনগর উপজেলা কমিটির সভাপতি আরজান আলী, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সংগঠক কাওসার খান, হোটেল শ্রমিকনেতা তারেশ বিশ্বাস সুমন, আজিজুল ইসলাম, রিকশা শ্রমিকনেতা রফিক মিয়া। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির অন্যতম নেতা মৃগেন চক্রবর্তী। সভায় আগামী মার্চ১৪ এর মধ্যে জেলা শাখার ৪র্থ সম্মেলন এবং এর পূর্বে বেসিক সংগঠন হোটেল শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক সংঘ, মিল শ্রমিক সংঘ ও চা-শ্রমিক সংঘের কমিটি গঠন ও পুণঃগঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ডিসেম্বর মাসে সংগঠনের ঘোষণাপত্র ও কর্মসূচি নিয়ে শিক্ষা-প্রশিক্ষণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভায় এক প্রস্তাবে গত ২৩ নভেম্বর শহরের ওয়াপদা এলাকায় সেলিম খান নামে একজন হোটেল শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি এবং সম্প্রতি গাজীপুরে আন্দোলনরত দুজন গার্মেন্টস শ্রমিককে পুলিশের গুলিতে হত্যা করায় তীব্র নিন্দা ঞ্জাপন ও দোষীদের দৃষ্ঠান্তমূলক এবং নিহত শ্রমিক পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদানের দাবি করা হয় । সভায় বক্তারা জাতীয় ও জনস্বার্থ বিরোধী টিকফা চুক্তির প্রতিবাদ জানিয়ে বলেন মহাজোট সরকার প্রভূ মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ প্রস্তুতির সাথে দেশকে জড়িয়ে জনগণকে যুদ্ধের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। একই সাথে দেশকে ভয়াবহ যুদ্ধ ক্ষেত্রে পরিনত করছে। তাই টিকফা চুক্তির বিরুদ্ধে সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী সকল শক্তি ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভায় জাতীয় ন্যূনতম মূল মজুরি ৮ হাজার টাকা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও সর্বস্তরে রেশনিং চালু করার জোর দাবি জানানো হয়।