ট্রাইব্যুনালে দণ্ডিতরা সংসদ নির্বাচনের অযোগ্য হবে

    0
    250

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর  : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা সংসদ নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ২০১৩ সংশোধনীতে এ বিধান রেখে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া  সাংবাদিকদের এ কথা জানান।এছাড়াও সংশোধনীতে সংসদ নির্বাচনে জামানতের পরিমাণ ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে।

    তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের গঠনের ক্ষেত্রে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ আরো চারজন নির্বাচন কমিশনার নিয়ে সর্বামোট ৫ জন নিয়ে কমিশন গঠন করতে হবে। এর আগে সময় সাপেক্ষে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সংখ্যাক সদস্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করা যেত।’

    সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা থেকে সেখানকার পোলিং এজেন্ট নিয়োগের কথা জানিয়ে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে প্রার্থীর খরচ ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। তবে দলীয় প্রধানের ভ্রমণ ব্যায় তার নির্বাচনী ব্যায়ে অন্তর্ভূক্ত হবে না। আর নির্বাচনকালে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বদলির বিধানিক অনুশাসন নির্বাচন কমিশন দিলে তা কার্যকর করতে হবে।