টান্সফরমার চুরির কারনে ৪০একর জমি চাষ থেকে কৃষকরা বঞ্চিত

    0
    235

    আমারসিলেট24ডটকম,০৩জানুয়ারী,শাব্বির এলাহীমৌলভীবাজারের কমলগঞ্জে বোরো ক্ষেতের উপর বৈদ্যুতিক খুটি থেকে ১০ কেভি ৩টি টান্সফরমার চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভোরে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান-পূর্ব তিলকপুর গ্রামে। জানা যায়, হোমেরজান-পূর্বতিলকপুর গ্রামসহ আদমপুর ইউনিয়নের অনেক গ্রামের এলাকাবাসীরা বোরো চাষের জন্য বহু আবেদন নিবেদন করে বিদ্যুৎ পান। বোরো চাষের জন্য সেচ ব্যবহার করে কৃষকরা হালচাষ করে বীজ তলা রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছেলেন। গত শুক্রবার ভোরে সিন্ডেকেট চোরেরা জমিনে বিদ্যুতিক খুটি থেকে ১০ করে ৩টি ৩০ কেভি টান্সফরমার চুরি করে নিয়ে যায়।

    টান্সফরাম চুরি হওয়ার ফলে এলাকাবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। আসিদ আলী, রসিদ মিয়া, মকবুল আলী, জহির মিয়াসহ একাধিক কৃষক  জানান, বৈদ্যুতিক টান্সফরমার এর মাধ্যমে পাম্প দিয়ে জমিতে সেচ দেওয়া হয়েছে। শুক্রবার ভোরে টান্সফরমার চুরি হওয়ার ফলে এই এলাকার প্রায় ৪০ একর জায়গা বোরো চাষ থেকে বঞ্চিত হবে। কৃষকের অনেক টাকা গচ্ছা গেছে। এমনিতে বহু আবেদন নিবেদন করে টান্সফরাম পাওয়া গেছে। এখন চুরি হওয়াতে শত শত কৃষক দুঃশ্চিনায় মধ্যে রয়েছেন। এ ব্যাপারে কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোঃ হাসনাত জানান, বিষয়টি তিনি শুনেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।