জোটের ১৫৮ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ

    0
    599
    নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জোটের ১৫৮ নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।

    উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও মো. আলাউদ্দিন মঙ্গলবার দুপুরে পল্টন থানায় মামলা দুটি দায়ের করেন।

    পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, মামলা দুটির মধ্যে একটি করা হয়েছে দ্রুত বিচার আইনে। অন্যটি পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে।

    মামলায় জোটের ১৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।

    সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় থেকে ফখরুল, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুকসহ শতাধিক নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি ককটেল উদ্ধারের কথা জানায়।

    ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) গাজী রবিউল ইসলাম জানান, সোমবার নয়া পল্টন থেকে জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করা হয়, যাদের মধ্যে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীও রয়েছেন।