জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের কমিটি গঠন

    0
    289

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২২আগস্ট,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধিঃসিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের ৪৭সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন। সভাপতি হাজী মোঃ মুছা মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাস।
    গত ২১ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলার স্থানীয় দরবস্ত বাজারের মালিক মার্কেটে আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক কমিটির জরুরী সভা অনুষ্টিত হয়। উপজেলা আহবায়ক হাজী মোঃ মুছা মিয়ার সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক পুলিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাস, ইদ্রিস আলী, নিরেশ চন্দ্র দাস, সহিদ আলী, মহিন উদ্দিন, খোকা দাস, আব্দুল আলিম, অরুন বিশ্বাস, মুকুল বিশ্বাস প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি সম্প্রদায়ের শতাধিক সদস্যরা।
    সভায় বক্তারা বলেন- দীর্ঘ দিন হতে জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সদস্যরা নানা মুখি কর্মকান্ডে পিছিয়ে রয়েছে। এছাড়া তারা বিভিন্ন ভাবে নির্যাতন নিপিড়নের শিকার হয়ে আসছে। মৎস্য আহরন বিল লীজ ইত্যাদি নানা মুখি কর্মকান্ড হতে তারা পিছিয়ে রয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করার আহবান জানান।
    আলোচনা শেষে উপজেলার সকল স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে হাজী মোঃ মুছা মিয়া কে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাস কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৭ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের কমিটি ঘোষনা করা হয়। পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।