জৈন্তাপুরে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

    0
    230

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০২এপ্রিল,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ জৈন্তাপুরে টানা ৪ দিন বৈরী আবহাওয়া উপেক্ষা ৩টি কেন্দ্রে উপজেলার ৪টি কলেজ হতে ২০১৭ সনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে মোট ৮০৯ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৮জন।

    উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায়- গতকাল ২ এপ্রিল রবিবার সকাল ১০টা হতে শিক্ষার্থীরা বৈরী আবহাওয়া অপেক্ষা করে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহন করে। পরীক্ষা শেষ পর্যন্ত ৩টি কেন্দ্রে মোট ৮জন শিক্ষার্থী অনুপস্থিতি থাকে। এবারের এইচ.এস.পি পরীক্ষায় ইমরান আহমদ মহিলা ডিগ্রী কলেজ হতে ২২৮জন, জৈন্তিয়া ডিগ্রী কলেজ হতে ৩১১জন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ হতে ১৬৬জন এবং জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ হতে ১০৪জন পরীক্ষা অংশ গ্রহন করে। পরীক্ষা চলাকালিন সময়ে ৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্টেট আবু সাফায়েত সহেদুল ইসলাম। জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ সুহেল মাহমুদ জানান- গত ৪দিনের বৈরী আবহাওয়া নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। যাই হোক পরীক্ষা শুরুর পূর্ব মহুত্বে পরিস্থিতি ভাল হওয়ায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিতে পেরেছে। কোন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি সেই সাথে জৈন্তাপুরের বৈরী আবহাওয়া উপেক্ষার করে সুষ্ট ভাবে বাকী পরীক্ষাগুলো দিতে পারবে।

    অপরদিকে উপজেলার শাহজালাল (রাঃ) ডিগ্রী কলেজটি জৈন্তাপুর কেন্দ্র হতে দূরবর্তী হওয়ায় জালালাবাদ পাবলীক স্কুল এন্ড কলেজ এবং উপজেলা একমাত্র আলীম মাদ্রাসা “চাক্তা নেজামুল উলুম আলীম মাদ্রাসা” হওয়ায় পরীক্ষার্থীরা কানাইঘাট পরীক্ষা কেন্দ্রে অংশ গ্রহন করে।