জুড়ী কাষ্টমস্ ৩১ বছরের জমাকৃত ভারতীয় চোরাই মালামাল পুড়ালো

    0
    241

    আমারসিলেট24ডটকম,১৫জানুয়ারী,সুমনঃমৌলভীবাজারের জুড়ী কাষ্টমস্ ৩১ বছরের জমাকৃত ভারতীয় চোরাইকৃত ধ্বংসযোগ্য পন্য পুড়িয়ে দিয়েছে।১৫ জানুয়ারী বুধবার দুপুরে জুড়ীর রেঞ্জ অফিস সংলগ্ন জমিতে বিজিবি, পুলিশ ও কাষ্টমস্ সদস্যদের উপস্থিতিতে ৩ ট্রাক চোরাইকৃত ভারতীয় মদ, বিড়ি, চা-পাতা, ঔষধ, শাড়ী, লুঙ্গি, কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী দীর্ঘ দিন যাবৎ আটককৃত এসব অবৈধ মালামাল পুড়ানো হয়।

    সরেজমিন গিয়ে জানা যায়, ১৯৮২ সাল থেকে ২০১৩ সালের বিভিন্ন সময় সিমান্তবর্তী এলাকায় বিজিবির হাতে আটককৃত এসব অবৈধ ভারতীয় মালামাল জুড়ী, চাতলাপুর এনসি কাষ্টমস অফিসে জমা রাখা হয়। পরে জুড়ী কাষ্টমস্ অফিসে জমাকৃত ১ ট্রাক ও চাতলাপুর এনসি’র জমাকৃত ২ ট্রাক প্রায় ৭০/৮০ লক্ষ টাকা মূল্যের অবৈধ পন্য পুড়ানো হয়। এ ব্যাপারে কাষ্টমস্ অফিসার জানান, আটককৃত মালামালগুলো দীর্ঘদিন থেকে পড়ে থাকায় বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় এগুলো পুড়ানো হচ্ছে।

    এ সময় সিলেট অঞ্চলের কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনের যুগ্ম কমিশনার জুয়েল আহমদ, সিলেট পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার কুলাউড়া সার্কেল মোহাম্মদ আলমগীর, জুড়ী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী, বর্ডারগার্ড বাংলাদেশ ৫২ ব্যাটালিয়ন কমাণ্ডার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।