জুড়ী উপজেলায় প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮১ জন ছাত্র

    0
    236

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১১এপ্রিল,আব্দুর রহমান শাহীনঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি ৮১ টি পেয়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলা।তন্মধ্যে ট্যালেন্টপুল ৪২ ও সাধারণ গ্রেডে ৩৯।

    জুড়ী উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে মোকামবাড়ি সরকারী প্রাথমি বিদ্যালয়, প্রতিষ্ঠানটি ট্যালেন্টপুল ৯, সাধারণ ৩, জাঙ্গিরাই মডেল ট্যালেন্টপুল ৩, সাধারণ ২, হরিরামপুর ট্যালেন্টপুল ৪, সাধারণ ৩ টি বৃত্তি লাভ করেছে।

    মোকামবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও প্রাথমিক শিক্ষক সমিতি জুড়ী উপজেলা সাংগঠনিক সম্পাদক সরফ উদ্দিন বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এবারে আমরা প্রথম হয়েছি। এ জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

    জুড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রাজন কুমার শাহা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান মঙ্গলবার (১১/৪) ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।