জুড়ীতে ভোটার দিবসে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

0
1318

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদতাঃ ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এ শ্লোগানে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় “ভোটার দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা নির্বাচন কার্যালয়ে এক আলোচনা সভা ও নতুন ভোটারদের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হাফিজুুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

অন্যান্যের মধ্যে পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম ও ইউপি সদস্য রুসনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপজেলায় ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। পর্যায়ক্রমে উপজেলার ৬ ইউনিয়নের ৮ হাজার ৩শ ৩৯ জন ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে।