জুড়ীতে এইচএসসি ও আলিমে পাসের হার ৬৫.৫ ও ৩৩.৫

    0
    431

    এইচএসসি ও আলিমে জিপিএ-৫ নেই একটিও

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩জুলাই,জুড়ী প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় মৌলভীবাজরের জুড়ী উপজেলায় (২৩ জুলাই) রবিবার এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

    উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার ৩ টি কলেজের ১ হাজার ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে ৭ শ ১৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৫.৫%। নেই কোনো জিপিএ-৫ !!

    তন্মধ্যে তৈবুননেছা খানম একাডেমী ডিগ্রী কলেজ থেকে ৮ শ ৩৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, উত্তীর্ণ হয়েছে ৫ শ ৩৪ জন, পাশের হার ৬৩ %। হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১ শ ২৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, উত্তীর্ণ হয়েছে ১ শ ১৮ জন। পাশের হার ৯১.৪৭%। ফুলতলা কলেজে থেকে ১ শ ২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, উত্তীর্ণ হয়েছে ৫৪ জন।পাশের হার ৪৫.%৪৩।

    অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে, এবারের আলিম পরীক্ষায় ১ শ ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ জন। জিপিএ-৫ ছাড়াই ! পাসের হার ৩৩.৫%।