জুড়ী উপজেলায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ,চেয়ারম্যান পদে ২১ জন

0
626
জুড়ী উপজেলায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ,চেয়ারম্যান পদে ২১ জন

এম এম সামছুল ইসলাম, জুড়ী,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও নানা শ্লোগানে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের সমর্থক নিয়ে জুড়ী উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তাদের প্রতীক বুঝে নেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ ও সাধারণ সদস্য পদে ২০২ জন প্রার্থী মনোনয় বাচাইয়ে নির্বাচিত হয়ে আজ তাদের প্রতীক বুঝে নেন। জায়ফরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তন্মধ্যে হাজী মাছুম রেজা(বর্তমান চেয়ারম্যান)(ঘোড়া), হাবিবুর রহমান (আনারস), জায়েদ আনোয়ার চৌধরী (নৌকা) ও সুহেল আহমদ (হাত পাখা)। পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তন্মধ্যে শ্রীকান্ত দাশ (বর্তমান চেয়ারম্যান) (নৌকা), আনফর আলী (ঘোড়া), হাজী মামুনুর রশীদ (আনারস) ও হাজী হেলাল উদ্দিন (অটোরিক্সা)। পূর্ব জুড়ী ইউনিয়নে চেয়ারম্যানর পদে ৪ জন জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তন্মধ্যে সালেহ উদ্দিন আহমেদ (বর্তমান চেয়ারম্যান) (আনারস), রুহেল উদ্দিন (ঘোড়া), আব্দুল কাদির (নৌকা) ও মোঃ জাবের উদ্দিন (মোটরসাইকেল) । গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যানর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তন্মধ্যে  শাহাব উদ্দিন লেমন (বর্তমান চেয়ারম্যান) (নৌকা), হাজী আব্দুল কাইয়ুম (ঘোড়া), মোঃ মোস্তাক খান (চশমা), সুহেল আহমদ (রজনী গন্ধা), ওয়াছির উদ্দিন আহমদ (আনারস) ও মোঃ সবুজ মিয়া (ঢোল)। সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তন্মধ্যে এমদাদুল ইসলাম লিয়াকত (বর্তমান চেয়ারম্যান) (ঘোড়া), আব্দুল নুর মাস্টার (নৌকা) ও শাহীন আহমদ রুলন (আনারস)।

উল্লেখ্য যে, চেয়ারম্যান পদে ১জন প্রর্থী মনোনয়ন প্রত্যাহার করেন ও সাধারণ সদস্য পদে ২জন প্রর্থীর মনোনয়ন বাতিল করেন উপজেলা নির্বাচন কমিশনার। আগামী ১১ নভেম্বর সারাদেশের ন্যায় জুড়ী উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।