জুড়ীতে টিসিবির পণ্য বিক্রি শুরু:অনিয়ম হলে ব্যবস্থা সোনিয়া সুলতানা

0
399
জুড়ীতে টিসিবির পণ্য বিক্রি শুরু:অনিয়ম হলে ব্যবস্থা সোনিয়া সুলতানা
জুড়ীতে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন।

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ আসছে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিম্ন আয়ের পরিবারের জন্য সরকার কর্তৃক টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার ২০ মার্চ জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল আহমদ, ইউপি সদস্য মাসুক উদ্দিন, টিসিবি ডিলার জমসেদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, ২০ মার্চ সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি নি¤œ আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন। অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আগামী ২২ মার্চ ফুলতলা, ২৭ মার্চ গোয়ালবাড়ী, ২৮ মার্চ জায়ফরনগর, ২৯ মার্চ সাগরনাল ও ৩০ মার্চ পশ্চিমজুড়ী ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হবে। জুড়ীতে রমজান মাসে দুই ধাপে সুবিধাভোগীদের নির্ধারিত কার্ডের মাধ্যমে তিন হাজার তিন শত চুয়ান্ন জন এবং প্রধানমন্ত্রীর দেওয়া ২ হাজার ৫০০ টাকার সুবিধাভোগীদের মধ্যে তিন হাজার ছয়শত পয়তাল্লিশ জনসহ মোট ছয় হাজার নয় শত নিরান্নব্বই জন টিসিবির পণ্য পাবে। প্রথম ধাপে ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেলের প্যাকেজ ৪৬০ টাকায় টিসিবির ডিলাররা পণ্য সরবরাহ করবে।