জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড’র লন্ডন শাখার অনুমোদন

    0
    197

    “জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কেন্দ্রীয় কমিটি কর্তৃক লন্ডন সিটি শাখার কমিটি অনুমোদন জুবায়ের আহমদ সেলিম কনভেনার ও আমিনুর রহমান কাবিদ জেনারেল সেক্রেটারী নির্বাচিত”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪ফেব্রুয়ারী,রাজিব আহমদঃ যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ও আন্তর্জাতিক ট্রাইবুন্যালের সমর্থনে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য উজ্বল ভাবমুর্তি বিশ্ব বিবেক ও আমাদের নব প্রজন্মের সামনে তুলের ধরার লক্ষ্যে ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র লন্ডন সিটি শাখা কমিটি গঠনের লক্ষ্যে অতি সম্প্রতি সেন্ট্রাল লন্ডনের কমিউনিটি সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত স্বফল কনফারেন্সে সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কনভেনার যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ, যুবনেতা জুবায়ের আহমদ সেলিমকে কনভেনার ও সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান কাবিদকে জেনারেল সেক্রেটারী নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করলে উপস্থিত নেতাকর্মীরা স্বতস্ফুর্ত করতালির মাধ্যমে তাহা সমর্থন করেন।

    পরে অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্ঠা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ শামসুদ্দিন খান ও সংগঠনের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছার মাধ্যমে লন্ডন সিটি কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এর পূর্বে সংগঠনের কেন্দ্রীয় কনভেনার মকিস মনসুর আহমদ লন্ডন সিটি কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

    সংগঠনের প্রেস এন্ড পাবলিসি সেক্রেটারী রাজিব আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে’র কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ ও কেন্দ্রীয় ডেপুটি কনভেনার ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক এর স্বাক্ষরের মাধ্যমে লন্ডন সিটি কমিটি’র অনুমোদন প্রদান করা হয়েছে।

    জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে লন্ডন সিটি শাখার নবনির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন: কনভেনার- জুবায়ের আহমদ সেলিম, ডেপুটি কনভেনার আহমদ হোসেন সানি, ডেপুটি কনভেনার- লিপি হালদার, ডেপুটি কনভেনার সাইদুল আলম, খালেদ আহমদ জয়, আব্দুর রব, মুহিদ রহমান ও আবু সুমন, জেনারেল সেক্রেটারী- আমিনুর রহমান কাবিদ, জয়েন সেক্রেটারী এম এ খান জাকির, ওয়াসিম সিদ্দিকী ও নাজমুল ইসলাম ইমন, অর্গেনাইজিং সেক্রেটারী আব্দুল আনোয়ার খান, জয়েন অর্গেনাইজিং সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, ট্রেজারার- মো: হোসেন আলি, জয়েন্ট ট্রেজারার বুলবুল আহমদ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী রাজিব আহমদ, জয়েন্ট প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সাদিয়া আফরোজ, তথ্য ও গবেষনা সম্পাদক- মো: হোসেন জাহাঙ্গীর, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আব্বাস তৌফিক চমক, কালচারেল সেক্রেটারী- দানিয়াল আহমদ ও সহ কালচারেল সেক্রেটারী সাজিদা কামাল শেফালী। এছাড়াও কমিটির কনভেনার মকিস মনসুর আহমদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের লক্ষ্য ও আদর্শকে বুকে লালন করে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন, জামাত-শিবির এর রাজনীতি নিষিদ্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লন্ডন সিটি কমিটিকে বলিষ্ট ভুমিকা রাখার আহ্বান জানান।