জামায়াতের সঙ্গে আমাদের স্থায়ী জোট নয়ঃখালেদা জিয়া

    0
    205

    আমারসিলেট24ডটকম,০৯জানুয়ারীঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জামায়াতের সঙ্গে করা তাঁর দলের জোট স্থায়ী নয়। সময় হলেই জানানো হবে তাদের সঙ্গ কখন ছাড়া হবে। গত সোমবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান খালেদা জিয়া। বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। ওই পত্রিকার দক্ষিণ এশিয়ার ব্যুরো চিফ অ্যালেন বেরি সাক্ষাৎকারটি নেন। খালেদা জিয়ার সাক্ষাৎকারটি ওই প্রতিবেদনের অংশ। প্রতিবেদনে বলা হয়, এক সাক্ষাৎকারে খালেদা জিয়া সরকার-নিষিদ্ধ ইসলামী দল জামায়াতের সঙ্গে তাঁর দলের জোট থাকার বিষয়টি পুনর্বিবেচনা করার ইচ্ছার ইঙ্গিত দেন। জামায়াতের সঙ্গে জোট ত্যাগ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াতের সঙ্গে আমাদের স্থায়ী জোট নয়।”

    বাংলাদেশি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ওই প্রতিবেদনে নির্বাচনী সহিংসতার বিষয়ে বলা হয়, ৫ জানুয়ারি নির্বাচনের দিন অন্তত ২২ জন নিহত হয়েছে। কোথাও কোথাও বিরোধী দলের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি পর্যন্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাক্ষাৎকারে খালেদা জিয়া আরো জানিয়েছেন, আলোচনার জন্য তাঁর দল বিএনপি সব সময় প্রস্তুত। কিন্তু এর জন্য যথাযথ পরিবেশ নেই। তিনি বলেছেন, দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে দলের অনেক কর্মী কারাবন্দি। অনেকেই আত্মগোপন করে আছে।এখানে আলোচনার সঠিক পরিবেশ নেই।সরকারকে সঠিক পরিবেশ তৈরি করতে হবে বলে তিনি দাবী করেন।সুত্রঃকালেরকণ্ঠ