জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালীও মানববন্ধন

    0
    285

    আমার সিলেট  24 ডটকম,২২অক্টোবর,কানাইঘাট প্রতিনিধিআজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৩ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই(নিসচা) কানাইঘাট উপজেলা শাখার উদ্যেগে কানাইঘাট উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নিসচা’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  সকাল ১১ টায় সড়ক দূর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  ৫ মিনিট নিরবতা পালনের মাধ্যমে ডাক বাংলো থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট উত্তর বাজার বাস ষ্ট্যান্ডে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। দুপুর ১২টা পর্যন্ত আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সড়ক দূর্ঘটনারোধে রাষ্টীয় পর্যায়ে যথাযথ উদ্যেগ গ্রহণ এবং ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

    মানববন্ধনে একাত্নতা জানিয়ে উপস্থিত ছিলেন কানাইঘাট ফেসবুক ফেন্ড্রস ফোরামের সভাপতি যুবনেতা কি,এম,ফররুখ আহমদ ফারুক,কানাইঘাট পৌরসভার কাউন্সিলার,মো: তাজ উদ্দিন,নিরাপদ সড়ক চাই(নিসচা) উপজেলা শাখার আহবায়ক মাহবুবুর রশিদ,সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন,যুগ্ন-আহবায়ক সাংবাদিক আব্দুন নূর, সাংবাদিক জামাল উদ্দিন, ব্রাক ওয়াশ কর্মসূচীর কানাইঘাটের সংগঠক মোবারক হোসেন,নিসচা’র সদস্য জাহিদ হাসান,দেলওয়ার হুসেন,শাহেদ আহমদ,রুমান আহমদ, রুহুল আমিন, হেলাল আহমদ, বদরুল ইসলাম, আলমাছ উদ্দিন, গোলাম কিবরিয়া,সুহেল আহমদ,সমির উদ্দিন, মাছুম আহমদ। অন্যান্যদের মধ্যে সাংবাদিক আমিনুল ইসলাম,মাহফুজ সিদ্দিকী, জাবেদ, বদরুল, রিয়াজ, আইশাম, সোহাগ প্রমুখ।