চুনারুঘাটে বাল্য বিয়ে পন্ডঃপুলিশের ভয়ে বর পালালো !

    0
    228

    ভ্রাম্যমান আদালতে বরের পিতার ১৫ দিনের দন্ড

     

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মার্চ,চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে ১৪ বছরের কিশোরে সাথে বিয়ে ঠিক করানোর অপরাধে বরের বাবা নরুল হক (৪৫) কে ভ্রাম্যমান অদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কাচিশাইল গ্রামের এ ঘটনাটি ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাচিশাইল গ্রামের নরুল হকের ছেলের জামাল মিয়া (১৪) এর সাথে মাধবপুর উপজেলার বহুরা ইউনিয়নের চিকনশাহ ফকির বাড়ি এলাকার মোঃ আউস মিয়া এর মেয়ে সাথে বিয়ে ঠিক হয়।

    আজ শুক্রবার বর সেজে মাধবপুরে চিকনশাহ ফকির বড়ি যাওয়ার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস। ঘটনা ঘটলো উল্টো।

    গতকাল সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম এর নেতৃত্বে ও এসআই কবির হোসেন ভূইয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে কাচিশাইল গ্রামে অভিযান চালায়। ভয়ে পালায় বর জামাল ।

    পুলিশ কিশোর ছেলের বিয়ে ঠিক করার অপরাধে পিতাকে আটক করে থানা নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ভ্রম্যমান আদালত বসিয়ে বরের পিতা নুরুল হককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।