চুনারুঘাটের গ্যাসকূপ স্থানান্তরের প্রতিবাদে সমাবেশ

    0
    422

    এস. এম. সুলতান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে, ০৪ মে :

    চুনারুঘাটের গ্যাসকূপ স্থানান্তরের প্রতিবাদে সমাবেশ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও চা বাগানের গ্যাসকূপ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার দারাগাঁও চা বাগানের বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণদাবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান এডভোকেট সরকার মোহাম্মদ শহীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় গণদাবী পরিষদের নেতা মোঃ আব্দুল কাইয়ূম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবদালুর রহমান আবদাল, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান বশির, মোঃ মকসুদুর রহমান, ছাত্রনেতা মোশাহিদুল ইসলাম, রাধা শীল, কাউছার মিয়া, মোঃ সুরুজ আলী, নুরুজ্জামান, শান্তি রাণী আচার্য্য, হাফেজ সোহেল মিয়া, কে এম সুজন প্রমুখ।

    উল্লেখ্য যে, উপজেলার দারাগাঁও চা বাগানের একটি এলাকায় পেট্রোবাংলা কর্তৃপ গ্যাসকূপের সন্ধান পায়। এর প্রেেিত জমির ভূমি অধিগ্রহণসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। কিন্তু ফিনলে ট্রি কোম্পানীর মালিক আজম জে চৌধুরীসহ একটি প্রভাবশালী মহল গ্যাসকূপটি বাহুবল উপজেলার একটি স্থানে স্থানান্তর করার পায়তারা শুরু করলে এলাকার জনগণ ফুসে উঠে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দারাগাঁও থেকে গ্যাসকূপটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। তাই বাগান কর্তৃপ এক সপ্তাহের মধ্যে এ দাবী না মানলে হরতাল অবরোধসহ পরবর্তী কর্মসূচি ঘোষণার হুসিয়ারি প্রদান করা হয়।