চা বাগানে বেড়াতে এসে হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

0
743

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার এলাকায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী বানিয়াচং উপজেলা সদরের তকবাজখানি মহল্লার আব্দুল জব্বারের প্রবাসী পুত্র আব্দুল মজিদ জমির (৩০) ও চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার পুত্র শাকিল মিয়া (২৫)। কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানান, ঘটনার সময় নিহতরা মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর -শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার ব্রীজের নিকট হবিগঞ্জগামী সিএনজি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ জমির ও শাকিল মিয়া নিহত হয়। এসময় সিএনজি চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহত প্রবাসী আব্দুল মজিদ জমিরের পারিবারিক সূত্রে জানা গেছে তিনি তিন মাস আগে বিয়ে করেছেন। তারা আরও কয়েক বন্ধু মিলে কয়েকটি মোটর সাইকেল যোগে চা বাগানে ঘুরতে এসে পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদের মৃত্যুর খবরে বানিয়াচংয়ে শোকের ছায়া নেমে এসেছে এবং বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে এই দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে নবীগঞ্জ বাহুবল আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) সহ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ
সংবাদ পত্রে প্রদত্ত বিবৃতিতে এই দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনাও মাগফেরাত কামনা করেছেন।