চতুর্থ ধাপে ৪৮০ ইউপি পরিষদে ভোট গ্রহণের তফসিল ঘোষণা

0
472
চতুর্থ ধাপে ৪৮০ ইউপি পরিষদে ভোট গ্রহণের তফসিল ঘোষণা

চতুর্থ ধাপে দেশের ৪৮০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। বুধবার নির্বাচন কমিশনের বৈঠকে এই তফসিল চূড়ান্ত করা হয়েছে। বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

চতুর্থ ধাপে ৩৩ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেয়া হবে। বাকিগুলোয় ভোট নেয়া হবে প্রচলিত ব্যালট পেপারে। এছাড়া পৌরসভার ভোটও ইভিএমে হবে। টেকনাফ, রায়পুরা ও আটঘরিয়া এই তিনটি পৌরসভার ক্ষেত্রেও মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রাখা হয়েছে বলে জানান ইসি সচিব।