ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের পরীক্ষায় কৃতিত্বর্পূণ ফলাফল ৯২%

    0
    218

    আমার সিলেট ডেস্ক,২৩ আগস্ট : আইজিসিএসই পরীক্ষার ২০১৩ চুড়ান্ত পরীক্ষায় লন্ডন ইউনিভার্সিটির অধীনে পীরমহল্লায় ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের শিক্ষাথীরা অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলাজ্ব মঈন উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ এম.এ শহীদ, উপাধ্যক্ষ এম.এ জলিল, ডাইরেক্টর আলহাজ্ব জিল্লুর রহমান, ডাইরেক্টর আবুল কালাম, শিক্ষক এম.এ মুসাওয়্যির ও বিশ্বজিৎ সরকার প্রমুখ।

    সভায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মন্ডলীকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এবং শিক্ষার মান বজায় রাখার জন্য সবাইকে আন্তরিকতার সহিত দ্বায়ীত্ব পালনের আহবান জানানো হয়। সভায় ২০১৩ সালের আইজিসিএসই পরীক্ষার ফলাফল অধ্যক্ষ এম.এ শহীদ আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন।

    কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে এ স্টার পেয়েছে ৭জন তারা হলো  বারিন চৌধুরী, নেহাল উজ্জ্বল বিশ্বাস বসু, দেওয়ান রহমান চৌধুরী, ফাতেমাতুজ জহুরা ইভা, সুমায়ূন চৌধুরী, আহমেদ এম.এ মুহিদ, ইয়াছমিন সালাম। পরীক্ষার ফলাফলে ১৭জন এ প্লাস, ২৩জন এ, ২১জন বি, ১৫জন সি, ১৩জন বি, ৮জন ই, ৮জন এফ, ৫জন জি, ১০ ই, মোট ১২০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১০জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯২%।