কোরবানি এলেই কদর বেড়ে যায় দা,বঁটি,ছুরি ও চাপাতির

0
586
কোরবানি এলেই কদর বেড়ে যায় দা,বঁটি,ছুরি ও চাপাতির

নূর মোহাম্মদ সাগর,শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: কোরবানির ঈদে পশু জবাই ও গোশত প্রস্তুত করতে প্রয়োজন দা, বঁটি, ছুরি, চাপাতির মতো ধারালো দেশীয় অস্ত্রের। তাই এইসব অস্ত্র ক্রয় বা ধার করাতে মানুষ ছুটছেন কামার পট্টিতে। দেশে করোনা মহামারীর কারণে এই শিল্পের বেহাল অবস্থা শুরু হলেও কোরবানীর ঈদকে সামনে রেখে ঠুং ঠাং শব্দে ব্যস্ত হয়ে পড়ে কামার শিল্পরা। করোনা সংকটে আগের মত বেচা-কেনা না হলেও, কোরবানীর পশু জবাইয়ের হাতিয়ার বানানো বন্ধ করেন তারা। তাই সকাল থেকে রাত পর্যন্ত ইস্পাত গলিয়ে চলছে, দা, বঁটি, ছুরি, চাপাতির তৈরির কাজ।

আজ সোমবার (১৯ জুলাই ২০২১) দুপুরে কামার পট্টিতে গিয়ে দেখা যায়, কোরবানির পশু জবাই ও গোশত  প্রস্তুত করার সরঞ্জাম সারি সারি ভাবে সাজিয়ে রেখেছেন। এসব সরঞ্জাম কেউ ধার দিচ্ছেন আবার কেউ তৈরির কাজে ব্যাস্ত।

কামার শিল্পী গৌর দাস জানান, “করোনায় অন্যান্য বছরের তুলনায় এবার গ্রাহক কম। তবে গত বছরের মন্দা অবস্থা এবারও অব্যাহত থাকায়, দুশ্চিন্তায় আমরা দুশ্চিন্তায় আছি।“

অপর কামার শিল্পী অর্পূব দেব বলেন, “ঈদে কোরবানির পশু যত বেশি বিক্রি হবে, তত বেশি আমাদের বেচা-বিক্রি হবে। প্রতি বছর এ ব্যবসায় অনেকটা কোরবানির পশু বিক্রির ওপর নির্ভরশীল। তবে করোনার কারণে একেবারেই বেচা-বিক্রি নেই বললেই চলে।“