কোটি টাকার হেরোইনসহ র‍্যাব-৪ এর অভিযানে গ্রেফতার-২

0
737
কোটি টাকার হেরোইনসহ র‍্যাব-৪ এর অভিযানে গ্রেফতার-২
কোটি টাকার হেরোইনসহ র‍্যাব-৪ এর অভিযানে গ্রেফতার-২

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: ঢাকার সাভার থেকের‌ ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর একটি দল এক কোটি টাকা মূল্যমানের হেরোইন,একটি মাইক্রোবাস এবং মাদক বিক্রির ৩৩ হাজার ৩৩০ টাকাসহ দুইমাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪ মে) র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর অদূরে সাভার মডেল থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ ও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির হলেন, বি-বাড়িয়া জেলার মোঃ ইসমাইল হোসেন বাবুল (৫১), ও মোঃ কাওছার আহমেদ জয় (১৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে হেরোইন এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় র‌্যাব ৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের পিসি শাহ আলম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।

মামলার আইও সাভার মডেল থানার উপ-পরিদর্শক এসআই মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। সঠিক তথ্য পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।