কাশ্যপ কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৭ সম্পন্ন

    0
    250

    মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানঃঅ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১১মেঃ  গতকাল ১০ই মে বুধবার শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন ২০১৭ সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল বলেন উন্নত মানসিকতা সৃষ্টির মাধ্যমে মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আহবান জানান এবং সিলেট জেলা কাশ্যপ কল্যাণ পরিষদ শাখাকে একটি মডেল হিসাবে গণ্য হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।  সম্মেলনে  সভাপতিত্ব করেন আহবায়ক বাবু রঙ্গলাল বিশ্বাস, যৌথভাবে সঞ্চালনা করেন  সদস্য সচিব অধ্যাপক অনিরুদ্ধ বিশ্বাস, জ্যোতি মোহন বিশ্বাস, অরুণ কুমার বিশ্বাস। গীতা পাঠ করেন বাবু রাখাল সরকার।
    সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রী সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, পুলিন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব, ডা: হিরন মোহন বিশ্বাস, জ্যোতি মোহন বিশ্বাস, অধ্যাপক বীনা সরকার, ধনঞ্জয় দাস ধনু, সুবিনয় মল্লিক, উপজেলা প্রতিনিধিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধীর রাম বিশ্বাস, বিজিত সরকার, বাসন্তি সরকার, ময়না সরকার, তরনী বিশ্বাস, ললিত বিশ্বাস, প্রভাত রায়, পাঁচু মোহন বিশ্বাস, ডাঃ বিমল সরকার, সঞ্জয় কুমার বিশ্বাস, জয়দ্বীপ বিশ্বাস, নির্মল বিশ্বাস, রিপন বিশ্বাস,  লক্ষণ রায় কাজল, প্রানেশ লাল বিশ্বাস, মহিম বিশ্বাস, নিরেশ বিশ্বাস, নীহার রঞ্জন রায়, ক্ষীতিশ সরকার, তপন কুমার দাস, পুলিন সরকার প্রমুখ।
    উপস্থিত সকলেই সংগঠনের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অতপর ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৭ এর কমিটির সভাপতি পদে শ্রী সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সম্পাদক জ্যোতি মোহন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ^াস, অর্থ সম্পাদক রঙ্গলাল বিশ^াসকে সর্ব সম্মতিক্রমে ৪ জনকে মনোনীতক্রমে কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
    সর্বশেষ সংগঠনের প্রয়াতদের স্বর্গবাস ও অসুস্থদের সুস্থতা কামনা ও দেশ জাতির কল্যাণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রার্থনা করা হয়।