কাল রোববার থেকে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

    0
    259

    আমারসিলেট24ডটকম,০৮ফেব্রুয়ারীঃ  আগামিকাল রোববার থেকে  সাড়া দেশে  এক যোগে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল সমমানের পরীক্ষা। এবার ২৭ হাজার ৪৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৯৪২টি কেন্দ্রে মোট ১৪ লক্ষ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ২৯ হাজার ৬৫৪ জন বেশি। আজ শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    শিক্ষামন্ত্রী নাহিদ জানান, এবার যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা হবে বলে তাঁরা আশা করছেন। এবার শিক্ষকরাও পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন নিয়ে যেতে পারবেন না। তবে কেন্দ্রসচিব পরীক্ষার কাজে একটি ফোন ব্যবহার করতে পারবেন।
    মন্ত্রী নাহিদ আরও বলেন, এবার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সে ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসকদের কাছেও নির্দেশনা পাঠানো হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন,  দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ জন। সারা দেশের ২ হাজার ৯৪২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।