কমলগঞ্জ উপজেলা বিএনপির কোন্দল অবসান

    0
    246

    আমার সিলেট  24 ডটকম,১৩নভেম্বর,শাব্বির এলাহীদীর্ঘদিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনে বিরাজমান দলীয় কোন্দলের অবসান হয়েছে। গত শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোচ্ছাবির আলী মুন্নার শাহীবাগের বাসায় উভয় গ্রুপের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। দলীয় কোন্দল অবসানের এ সমঝোতার উদ্যোগ নেন মোচ্ছাবির আলী মুন্না ও কাজী হারুনুর রশিদ। জেলা বিএনপি সভাপতি, সাবেক সাংসদ এম নাসের রহমান সমর্থিত কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সালেহ আহমদের এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপি ঘোষিত হাজী মুজিব গ্রুপের সাধারণ সম্পাদক কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সফির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।

    সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন হাজি মুজিবের রাজনৈতিক সচিব দুরুদ আহমদ, অপর অংশের সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ হোসেন (কুটি), মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি, উপজেলা বিএনপি সদস্য মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, আদমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসন (বাবু), ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান (খলিল), সাবেক পৌর বিএনপি সভাপতি সৈয়দ খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্স, শমশেনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মুকুল, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াকুব আলী সিরাজী (শহীদ), জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী তৈমুর, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক টিটু আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মাসুম ও ছাত্রদল নেতা শাহ সাইদুল হক দুলাল।

    সমঝোতা বৈঠক সম্পর্কে আলাপকালে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ সালেহ আহমদ বলেন, সভায় দীর্ঘ আলাপ আলোচনা শেষে গণতন্ত্র ও দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছি। এতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে। সভায় দলীয় কোন্দল ও ভেদাভেদ ভুলে গিয়ে বর্তমান সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে একত্রে কাজ করা এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের পক্ষে সকলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।