কমলগঞ্জ ধলাই নদীর তীরে পিঠালী গাছ রোপণ

    0
    271

    আমারসিলেট 24ডটকম , সেপ্টেম্বর ,শাব্বির এলাহী : মৌলভীবাজারের কমলগঞ্জে পুরাতন ব্রীজ সংলগ্ন ধলাই নদীর তীরে পরিত্যক্ত জায়গায় পিঠালী গাছ রোপণ করা হয়েছে। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য ব্যক্তিগত  উদ্যোগে এই গাছ রোপণ করেন। রেঞ্জ কর্মকর্তা জানান, ধলাই নদীর তীরে অনেক জায়গা খালি রয়েছে। এই খালি জায়গায় সবাই গাছ লাগাতে পারেন।

    এক দিকে গাছ থেকে জ্বালানী কাঠ হবে, অন্যদিকে নদী ভাঙন রোধে ব্যাপকভাবে ভূমিকা রাখবে। তিনি রাজকান্দি রেঞ্জ অফিস সংলগ্ন নদীর তীরে ২০০টি পিঠালী গাছ রোপণ করেছেন। শুক্রবার মৌলভীবাজারের এনডিসি মো. শরীফুল ইসলাম রোপনকৃত পিঠালী গাছের বাগান পরিদর্শন করেন। তিনি উপস্থিত সবাইকে পরিত্যক্ত জায়গায় গাছ লাগানো আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য্য, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ।