কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে প্রায় সোয়া কোটি টাকার অনুদান প্রদান

0
549
কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে প্রায় সোয়া কোটি টাকার অনুদান প্রদান

শাব্বির এলাহী,কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন চা বাগানের শ্রমিকদেরকে ১ কোটি ২২ লক্ষ ৮০ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার ১৩ অক্টোবর ২০২১ ইং তারিখ দুপুর আড়াইটায় কুরমা চা-বাগান মাঠে ইসলামপুর ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের সভাপতিত্বে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরমা, বাঘাছড়া ও চাম্পারায় চা-বাগানের ১ হাজার  শো ২৮ জন শ্রমিকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে চেক প্রদান করেন অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। 

সমাজসেবক আব্দুল খালিকের সঞ্চানায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, জেলা সমাজসেবা অফিসার শোয়েব আহমেদ,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান,ন্যাশনাল টি কোম্পানীর উপ মহা-ব্যবস্থাপক শামসুল ইসলাম

সেলিম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমূখ।