কমলগঞ্জে আহত কুখ্যাত আন্তজেলা ডাকাত সরদার আটক

    0
    285

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭মার্চ,শাব্বির এলাহী,স্টাফ রিপোর্টার,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুখ্যাত আন্তজেলা ডাকাত সরদার আহত অবস্থায় আটক হয়েছে।জানা যায় ২৭ শে মার্চ রবিবার বিকাল পৌনে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের নেতৃত্বে এস,আই, জাহিদুল হক ও এস আই ফরিদ সহ পুলিশের একটি দল উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর(কোনাগাঁও) গ্রামে অভিযান পরিচালনা করে গণি মিয়ার পুত্র কুখ্যাত আন্তজেলা ডাকাত সরদার কালন মিয়া (৩৫) কে আহত অবস্হায় তার বাড়ীর সংলগ্ন এলাকা থেকেআটক করেন। পুলিশ সূত্রে জানা যায়, কালনের বিরুদ্ধে কমলগঞ্জ, শ্রীমঙ্গল,মৌলভীবাজার,রাজনগর,কুলাউড়া সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
    এ ব্যপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান জানান,কালন মিয়া আন্তজেলার ডাকাত সরদার, ২০১৪ সালে আদমপুর বাজারের পাশে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে, চৌকুস পুলিশ অফিসার জাহিদুলহকসহ একদল পুলিশ ঘটনাস্হল থেকে দেশীও অস্ত্র ও তার পাচ সহযোগী সহ কালন মিয়াকে আটক করা হয়েছি। তখন তাদের বিরুদ্ধে কমলগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলা হয়, মামলা নং ১৫/(৩)/২০১৪, মামলা নং ১৬/২০১৪ ১৯-(ক) জি আর ৫৫/০৯, জি আর ৪৮/০৯,এবং জি আর ১০৫/০৯ মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।বর্তমানে তার বিরুদ্ধে দায়েরকৃত ডাকাতির প্রস্তুতি মামলা নং ১২(৩)/১৬ এ আটক করা হয়েছে।
    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান আরো জানান, ডাকাতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।