আব্দুস সামাদ মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠায় কমিটি গঠন

0
870
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে  প্রয়াত রাজনীতিবিদ ও আওয়ামী লীগ  নেতা  আব্দুস সামাদের নামে  আব্দুস সামাদ মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ  নেওয়া হয়েছে। সোমবার (২৯ মার্চ)  সকাল সাড়ে দশটায় উপজেলার আদমপুর ইউনিয়নে  এ কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে  নৈনারপার বাজারে  মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের  অস্থায়ী  কার্যালয়ে  বিশিষ্ট শিক্ষানূরাগী ও প্রাক্তন  শিক্ষক  আলহাজ্ব এ, কে,এম,সালামের  সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী সাদেক হোসেনের  পরিচালনায়  এক মতবিনিময়  সভায় কলেজের প্রধান  উদ্যোক্তা   প্রয়াত  আব্দুস সামাদের পুত্র বিশিষ্ট শিক্ষানূরাগী ও শিল্প  উদ্যোক্তা মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,এ,আহাদকে আহবায়ক,  বিশিষ্ট  সমাজ সেবক  মোজাহিদুল ইসলামকে যুগ্ম  আহবায়ক  ও সাংবাদিক শাব্বির এলাহীকে সদস্য  সচিব  করে  কলেজ বাস্তবায়ন কমিটি গঠন করা  হয়।
এ সময়  তৃণমূল পর্যায়ে  শিক্ষার হার বৃদ্ধি  ও  উচ্চ  শিক্ষা  প্রসারের লক্ষ্যে আদমপুরে কলেজ প্রতিষ্ঠার গুরুত্ব  আরোপ করে  বক্তব্য রাখেন   মোঃ আনোয়ার  উদ্দিন, জাকির হোসেন দুলাল, রঞ্জিত অধিকারী , নজরুল ইসলাম  মনির, আবদুল গণি  দুলাল, মোহাম্মদ  আব্দুস সালাম  প্রমুখ।