এক বছরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিন লাখবার পর্নো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা

    0
    230

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম ০৫ সেপ্টেম্বর  : অবশেষে ব্রিটিশ পার্লামেন্টে পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেছে। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টে বসে হরদম পর্নোগ্রাফি দেখেন আইন প্রণেতারা।

    গত এক বছরে পার্লামেন্ট থেকে প্রায় তিন লাখবার পর্নোগ্রাফি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের হাফিংটন পোস্টে। পত্রিকাটি জানায়, গত বছর ব্রিটিশ পার্লামেন্টে থেকে প্রায় তিন লাখবার পর্নো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হয়েছে। তবে প্রত্যেকবার যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে , তা নিশ্চিত করে বলেনি পত্রিকাটি। তথ্য অধিকার আইনে এ সম্পর্কে তথ্য চেয়ে পার্লামেন্টে আবেদন করেছিল হাফিংটন পোস্ট। পত্রিকাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টের দেয়া তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি,  শিরোনাম ছিল, ওহ্ ইয়েস, মিনিস্টার !সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমের