ঈদের বন্ধেও বেনাপোল বন্দর দিয়ে ১৭৯ টন অক্সিজেন আমদানি

0
560
ঈদের বন্ধেও বেনাপোল বন্দর দিয়ে ১৭৯ টন অক্সিজেন আমদানি

এম ওসমান, বেনাপোল প্রতিনিধি : ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে জরুরি সেবার অংশ হিসেবে বেনাপোল বন্দর ১১ গাড়ী অক্সিজেন আমদানি করা হয়েছে। বুধবার (২১ জুলাই২০২১) দুপুর ৩টার সময় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে ১১টি আমদানিকৃত অক্সিজেনের গাড়ী প্রবেশ করে। আমদানিকৃত প্রতিষ্ঠানগুলো লিন্ডে বাংলাদেশ,পিওর, ও ইসপেক্টর।
লিন্ডে ৩ গাড়ীতে ৬০টন ৫৩ কেজি, রপিওর ১ গাড়ীতে ১৪ টন ৫২ কেজি ও ইসপেক্টর ৭ গাড়ীতে ১০৪টন ৪২ কেজি মোটা ১১ গাড়ী ১৭৯টন ৫০ কেজি অক্সিজেন আমদানি করেছে।
ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল। আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের ২টি টিম কাজ করছে।