আল্লামা শেখ ফরিদ উদ্দিন চিশতির ঈসালে সাওয়াব ৫ মার্চ

    0
    268

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মার্চঃ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের আলমদ্বীনে আল্লামা শেখ ফরিদ উদ্দীন চিশতি (রহ.) বার্ষিক খানকাহ্ ও  ঈসালে সাওয়াব মাহফিল ৫ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
    ঈসালে সাওয়াব মাহফিলে সভাপতিত্ব করবেন লতিফিয়া ক্বারী সোসাইটি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি ও আল্লামা শেখ ফরিদ উদ্দীন চিশতি (রহ.) মাজারের মোতাওয়াল্লী মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী, প্রধান বক্তা জালালপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা জ.উ.ম আব্দুল মুনিম মনজালালী, বিশেষ আকর্ষণ বালাগঞ্জ ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফয়জুল আলম। মাহফিলের কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে দালাইলুল খায়রাত, খতমে বুখারী, খতমে দোয়ায়ে ইউনুস (আ.), তরিকতের জিকির, শরীয়ত তরীকতের বয়ান, মিলাদ(দঃ) মাহফিল, আল্লামা শেখ ফরিদ উদ্দিন চিশতি (রহ.) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা এবং দেশ জাতি ও জিন্দা-মুর্দা সকলের জন্য দোয়া অনুষ্ঠিত হবে।
    উক্ত বার্ষিক খানকাহ্ ও ঈসালে সাওয়াব মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন আল্লামা শেখ ফরিদ উদ্দিন চিশতি (রহ.) এর মাজারের মোতাওয়াল্লী মোহাম্মদ আব্দুল কাইয়ুম। প্রেস বিজ্ঞপ্তি