আবারও রাজধানীতে বাস চাপায় ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ

    0
    261

    আবারও রাজধানীর প্রগতি সরণিতে সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্র নিহতের ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

    নিহতের নাম আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী ছিলেন।

    জানা যায়, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে রাস্তায় দাঁড়িয়ে ছিল। সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পার হয়ে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় তাকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

    এরপরই রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। তারা প্রগতি সরণি অবরোধ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে ওই এলাকা উত্তাল হয়ে উঠেছে।

    এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।বিভিন্ন এলাকার ছাত্রদের আন্দোলনের সময় ছাত্রদের সমাবেশে যমুনা ফিউচার পার্কের সামনে অন্যান্যদের সাথে এ সময় সার্ক মানবাধিকার ফাউণ্ডেশন এর মহা সচিব মাওলানা আবেদ আলী ও বক্তব্য রাখেন এবং একাত্মতা প্রকাশ করেন।

    উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে হোটেল র‍্যাডিসনের বিপরীত পাশের জিল্লুর রহমান উড়ালসড়কের ঢালের সামনের রাস্তায় জাবালে নূর পরিবহনের তিনটি বাসের রেষারেষিতে দু’জন শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় উত্তাল হয়ে উঠে রাজধানীসহ পুরো দেশ। রাস্তায় নেমে বিক্ষোভের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে নেয় শিক্ষার্থীরা। সেই সময় সড়কে প্রতিধ্বনিত হয় ‘উই ওয়ান্ট জাস্টিস’।