আত্রাই রেলষ্টেশনে চোরাই ডিজেলসহ র‌্যাবের হাতে আটক-৩

    0
    223

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের শাহাগোলা রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা ৬৫০ লিটার চোরাই ডিজেল তেলসহ তেল চুরি সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

    শুক্রবার ট্রেনের ডিজেল ইঞ্জিন থেকে তেল চুরি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে তিনটি ড্রামে ৬৫০ লিটার ডিজেল,তেল বিক্রির নগদ ৭২০০/ টাকা ও দুই সেট মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা মন্ডলপাড়া গ্রামের মৃত মছের আলি মন্ডলের ছেলে দুলাল মন্ডল(৫২),একই গ্রামের উত্তরপাড়ার মৃত মোবারক হোসেনের ছেলে মোথলেছুর রহমান (৫০) ও ওই গ্রামের দক্ষিন পাড়ার মজিবর রহমানের ছেলে রহিদুল মিয়া(৪০)।

    র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের এএসপি মোঃ রাজিবুল আহসান জানান গ্রেফতারকৃতরাসহ এশটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই রেলরুটে চলাচলকৃত বিভিন্ন ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল চুরি করে বিক্রি করে আসছিল। ঘটনা জানার পর সেখানে অভিযান চালিয়ে চোরাই ডিজেল তেলসহ তাদের গেস্খফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে আত্রাই থানায় সোর্পদ করা হয়েছে।

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ের শাহাগোলা রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা ৬৫০ লিটার চোরাই ডিজেল তেলসহ তেল চুরি সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে।

    শুক্রবার ট্রেনের ডিজেল ইঞ্জিন থেকে তেল চুরি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে তিনটি ড্রামে ৬৫০ লিটার ডিজেল,তেল বিক্রির নগদ ৭২০০/ টাকা ও দুই সেট মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা মন্ডলপাড়া গ্রামের মৃত মছের আলি মন্ডলের ছেলে দুলাল মন্ডল(৫২),একই গ্রামের উত্তরপাড়ার মৃত মোবারক হোসেনের ছেলে মোথলেছুর রহমান (৫০) ও ওই গ্রামের দক্ষিন পাড়ার মজিবর রহমানের ছেলে রহিদুল মিয়া(৪০)।

    র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের এএসপি মোঃ রাজিবুল আহসান জানান গ্রেফতারকৃতরাসহ এশটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই রেলরুটে চলাচলকৃত বিভিন্ন ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল চুরি করে বিক্রি করে আসছিল। ঘটনা জানার পর সেখানে অভিযান চালিয়ে চোরাই ডিজেল তেলসহ তাদের গেস্খফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে আত্রাই থানায় সোর্পদ করা হয়েছে।