আত্রাইয়ে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতে জরিমানা

    0
    258

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২জানুয়ারী,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মিষ্টির দোকান, ঔষধের দোকান মালিককে নগদ অর্থ জরিমানা করেন ভোক্তা অধিকার আইন অধিদপ্তরের সহকারি পরিচালক কাজি রাকিবুল হাসান।
    জানাগেছে, উপজেলা সদরের বিভিন্ন দোকানে ও উপজেলার ভবানীপুর মির্জাপুর বাজারে আশা নাতাশা ঔষধ ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ন ঔষদ রাখার দায়ে মালিককে ৩হাজার টাকা ও পলাশ মিষ্টান্ন ভান্ডার মালিককে ৩হাজার টাকা ও আলামিন কসমেটিকস্ এর মালিককে ৩ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করেন।

    ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, নওগাঁ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টীর ডিরেক্টর মো: আব্দুল খালেক, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি মো: আব্দুল গফুর খাঁ, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, মো: জিল্লুর রহমান, সাংবাদিক নাজমুল হক নাহিদ, আত্রাই থানা এ এস আই মো: আকবর আলী প্রমূখ।