আঞ্চলিকতার মাধ্যমে বাংলাদেশীর পরিচয় নয় আন্তরিকতার মাধ্যমে

    0
    240

    আমারসিলেটটোয়েন্টিফোর.কম ০৩ সেপ্টেম্বর  : আন্চলিকতার মাধ্যমে বাংলাদেশের পরিচয় নয় আন্তরিকতার মাধ্যমে প্রবাসে আন্চলিকতার উর্ধে উঠে ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী বাংলাদেশী কমিউনিটি গঠন করার লক্ষ্যে প্যারিসের মেট্রোহোসে অবস্হানরত বাংলাদেশী যুবকদের সমন্বয়ে মেট্রো হোস যুবকল্যান পরিষদের যাত্রা শুরু হয়েছে।আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।আন্চলিকতা বা কোন সামজিক বিভাজন কমিউনিটিকে শক্তিশালী করতে পারেনা বলে মন্তব্য করলেন সভায় উপস্হিত কমিউনিটি নেতৃবৃন্দ।ফ্রান্সে নবাগত বাংলাদেশীদের সহায়তা ও ভ্রাতৃত্ব স্হাপনের মাধ্যমে মডেল কমিউনিটি গঠনের স্বপ্ন নিয়ে যুব কল্যান পরিষদ যে যাত্রা শুরু করেছে তার সাথে উপস্হিত সবাই সম্মতি জানান এবং আয়োজকদের শুভেচ্ছা জানান।একটি কমিউনিটির মুল স্তম্ভ যুব সমাজ।

    যুব সমাজ যত বেশী গতিশীল হবে  কমিউনিটি ততবেশী  শক্তিশালী হয়।মেট্রোহোসে দীর্ঘদিন অবস্হান করার অভিগ্গতা বর্ননা করে অনুষ্টানের প্রধান অতিথি  সিলেট  ৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও নবাব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমদ চৌধুরী বলেন  ইসলামের মহান শিক্ষা কে কাজে লাগিয়ে যুব সমাজ তাদের চরিত্র গঠনের মাধ্যমে কমিউনিটির আদর্শিক পরিবর্তন করতে পারে তবে এ জন্য যুব সমাজ কে আন্তরিকতা ,পরামর্শ,এবং সহযোগিতার জন্য কমিউনিটির নেতৃবৃন্দের এগিয়ে আসা দরকার।তিনি তার বক্তব্যে মেট্রোহোস যুবকল্যান পরিষদের আহবায়ক আব্দুর রহামনকে  বিশেষ ধন্যবাদ জানান তার  সাহসী উদ্যোগের জন্য।

    গত ০১ সেপ্টেম্বর প্যারিসের মেট্রোহোসের নবাব রেস্টুরেন্টে মেট্রোহোস যুব কল্যান পরিষদের উদ্যোগে এডভোকেট রমজিদ আলীর সভাপতিত্বে ও সুলতান আহমদের পরিচালনায় অনুষ্টিত হয় ঈদ পূর্ণমিলনী, সম্মাননা প্রদান ও নৈশ ভোজ অনুষ্টান।সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সালেহ আহমদ চৌধুরী,মিজানুর রাহমান চৌধুরী মিন্টু,আশরাফুল ইসলাম,শামীম মোল্লা,মাহবুব হোসেইন,সৈয়দ আহমদ কবির রাজু,মাওলানা বদরুল ইসলাম,কাজী মনির আহমদ শাহীন,মিজানুর রহমান,হাফিজ ওয়াহিদুর রহমান,আমিনুর রহমান,আজাদ মিয়া,আশরাফ পারভেজ,আব্দুল ওয়াহিদ,কামাল উদ্দীন, হানিফ উদ্দীন,দ্বীন মোহাম্মদ,ফয়ছাল আহমদ,সাহান সহীক,টিটু সরকার,প্রমুখ।সংগঠনের আহবায়ক আব্দুর রহমান অনুষ্টানে উপস্হিত সবাইকে শুভেচ্ছা গ্গাপন করে ভবিষ্যতে এ সংগঠনের সকল কার্যক্রমে সহায়তার আহবান জানান। সংগঠনের আহবায়ক আব্দুর রহমানের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।সভা থেকে মেট্রো হোস যুবকল্যান পরিষদের পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা হিসাবে ক্রেস্ট উপহার দেয়া হয় এডভোকেট রমজিদ আলীকে।