আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচিতে নড়াইলে শিখনকেন্দ্রের উদ্বোধন

0
217

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত ‘আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির আওতায় নড়াইলে শিখন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ঋষিপাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উপনুষ্ঠানিক শিক্ষাব্যুরো নড়াইলের সহকারী পরিচালক এসএম সাইদুর রহমান, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ, অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ঝড়ে পড়া শিশুদের স্কুলগামী করার পাশাপাশি তাদের আন্তরিকতার সাথে পাঠদানের গুরুত্বারোপ করেন। এসব শিশুদের অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারেও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে আগামী নতুন বছরের বই উপহার দেয়া হয়।
জানাগেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় পরিচালিত এই স্কুলে প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ঝড়ে পড়া শিশুদের পাঠদান করা হবে। আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচির আওতায়
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা এসব শিশুদের পাঠদান করাবেন।