৪৮ ঘণ্টার দ্বিতীয় দিনের হরতাল চলছে ঢিলেঢালাভাবে

    0
    240

    ঢাকা, ১৪ আগস্ট ৪৮ ঘণ্টার দ্বিতীয় দিনের হরতাল রাজধানীতে চলছে ঢিলেঢালাভাবে। রাজধানীতে গণপরিবহন চললেও, চলছে না কোনো ব্যক্তিগত গাড়ি। তবে কমলাপুর থেকে যথারীতি ছেড়ে গেছে সব ট্রেন। এছাড়া আজ সকালে যাত্রাবাড়ী এলাকায় পিকেটিংকালে একজন নিহত হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল পুলিশের সতর্ক অবস্থান। তবে হরতালে সারা দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরণের সহিংস ঘটনা ঘটেনি।

    এক পুলিশ কর্মকর্তা বলেন, সকালে যাত্রাবাড়ীতে একজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়েছে, রাজধানীতে এখনো ঈদের আমেজ কাটেনি।

    এদিকে বৃহত্তর সিলেট এর হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলায় আজ জামায়াতের হরতালে দ্বিতীয় দিনেতে ও তেমন সারা নেই।হরতালের রথম দিন থেকেই শহরগুলোতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

    জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টা হরতাল সুনামগঞ্জ জেলা শহরে ও শান্তিপূর্ণভাবে চলছে। হরতালের প্রথম দিন থেকেই শহরে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। যে কোনো ধরনের নাশকতারোধে শহরের গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে অপর দিকে পুলিশের সাথে সারা শহর জুড়ে বিজিবি টহল দিচ্ছে। বাস স্টেশন থেকে আঞ্চলিক রোডে কোন বাস ছেড়ে যায়নি। অফিস, আদালত ও ব্যাংক পাড়ায় কাজকর্ম স্বাভাবিক রয়েছে, তবে লোকজনের উপস্থিতি কম।

    এদিকে শহরের অধিকাংশ দোকানপাঠ খোলা রয়েছে। নাশকতার আশঙ্কায় শহর থেকে সদর উপজেলা জামায়াতের সভাপতি রেজাউল করিম ও অর্থ বিষয়ক সম্পাদক ইয়াছিন মিয়াকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

    ঢাকা, ১৪আগস্ট৪৮ঘণ্টারদ্বিতীয়দিনেরহরতালরাজধানীতেচলছেঢিলেঢালাভাবে।রাজধানীতে

    গণপরিবহনচললেও, চলছেনাকোনোব্যক্তিগতগাড়ি।তবেকমলাপুরথেকেযথারীতিছেড়েগেছেসবট্রেন।এছাড়াআজসকালে

    যাত্রাবাড়ীএলাকায়পিকেটিংকালেএকজননিহতহওয়ারপররাজধানীরবিভিন্নপয়েন্টেছিলপুলিশেরসতর্কঅবস্থান।তবেহরতালে

    সারাদেশেরকয়েকটিস্থানেবিক্ষিপ্তকিছুঘটনারখবরপাওয়াগেলেওবড়ধরণেরসহিংসঘটনাঘটেনি।
    একপুলিশকর্মকর্তাবলেন, সকালেযাত্রাবাড়ীতেএকজননিহতহওয়ারপরআইনশৃঙ্খলানিয়ন্ত্রণেরাখতেআমাদের

     সতর্কঅবস্থায়থাকতেবলাহয়েছে।সার্বিকপরিস্থিতিদেখেমনেহয়েছে, রাজধানীতেএখনোঈদেরআমেজকাটেনি

    এদিকেবৃহত্তরসিলেট এরহবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জজেলায় আজ জামায়াতেরহরতালেদ্বিতীয়দিনেতে ও তেমনসারানেই।হরতালের

    প্রথমদিনথেকেইশহরগুলোতেরিকশাঅটোরিকশাচলাচলকরছে।জামায়াতেরডাকাটানা৩৬ঘণ্টাহরতালসুনামগঞ্জ জেলা শহরে ও

     শান্তিপূর্ণভাবেচলছে।হরতালেরপ্রথমদিনথেকেইশহরেরিকশাঅটোরিকশাচলাচলকরছে।যেকোনোধরনেরনাশকতারোধেশহরের

     গুরুত্বপূর্ণসকলপয়েন্টেঅতিরিক্তপুলিশমোতায়েনরয়েছেঅপরদিকেপুলিশেরসাথেসারাশহরজুড়েবিজিবিটহলদিচ্ছে।বাসস্টেশন

    থেকেআঞ্চলিকরোডেকোনবাসছেড়েযায়নি।অফিস, আদালতব্যাংকপাড়ায়কাজকর্মস্বাভাবিকরয়েছে, তবেলোকজনেরউপস্থিতি

     কম।এদিকেশহরেরঅধিকাংশদোকানপাঠখোলারয়েছে।নাশকতারআশঙ্কায়শহরথেকেসদরউপজেলাজামায়াতেরসভাপতি

     রেজাউলকরিমঅর্থবিষয়কসম্পাদকইয়াছিনমিয়াকেআটককরেছেসুনামগঞ্জসদরথানাপুলিশ