৩ প্রবাসী বাংলাদেশি কানাডায় সড়ক দূর্ঘটনায় নিহত

0
696
৩ প্রবাসী বাংলাদেশি কানাডায় সড়ক দূর্ঘটনায় নিহত
৩ প্রবাসী বাংলাদেশি কানাডায় সড়ক দূর্ঘটনায় নিহত

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ কানাডার অটোয়া শহর থেকে টরন্টোয় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ প্রবাসী বাংলাদেশি কানাডিয়ান। নিহতদের মধ্যে ব্যবসায়ী মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটসের কুক লিয়াকত হোসেন।

মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হাসপাতালে শুক্রবার (১৪ মে) মারা গেছেন। বাকি দু’জনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে,বৃহস্পতিবার (১৩ মে) বিকেল সাড়ে চারটার দিকে দেশটির হাইওয়ে ৪০১ সড়কের বাউন্ডারি রোড ও কর্নওয়েল অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনার শিকার হয় তাদের গাড়িটি।

স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্তে পাওয়া গেছে, ৩ জন আরোহী ছিলেন গাড়িতে। রাস্তার বাঁ দিকে সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই গাড়িতে আগুন ধরে যায় এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের পূর্ণ পরিচয় সংবাদ লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here