হাঁসের বাচ্চা খেতে এসে শ্রীমঙ্গলে ধরা পরল বড় গুইসাপ

0
880
ধৃত গুইসাপ

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩নং সদর ইউনিয়নের নওয়াগাও গ্রামের কোনা বাড়ি থেকে হাঁসের বাচ্চা খেতে আসা একটি গুইসাপ আটক করেছে এলাকাবাসী।
আজ ২৪ জুন বৃহস্পতিবার সকালে এলাকাবাসী গুই সাপটিকে দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে গুইসাপটি উদ্ধার করে নিয়ে অাসেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে।পরে বিকালে লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করা হয়। অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বিট কমকর্তা হানিসুর জাম্মান।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান অামাকে নওয়াগাও থেকে ফোন দেয় একজন লোক দিয়ে বলে যে তার হাঁসের বাচ্চা খেতে গুইসাপ আইছে আমরা এলাকাবাসী মিলে অাটক করছি। তখন আমি সাথে সাথে সেখানে গিয়ে গুইসাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে বিট কমকর্তার সাথে কথা বলে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করেন।