হবিগঞ্জে গাড়ি চাপায় পল্লী বিদ্যুতের কর্মচারী নিহত

0
63

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কে গাড়ী চাপায় হবিগঞ্জ পল্লী বিদ্যুতের মিটার রিডার ফরিদুল ইসলাম (৪২) নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩জুন) সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার জন্য নয়াপড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকায় গাড়ীর অপেক্ষা করছিল। সে সময় ঢাকা মুখী একটি অজ্ঞাতনামা পিক আপ তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারকান্দা উপজেলার জয়েনবড়দুল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে বলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. পারভেজ ভূইয়া নিশ্চিত করেছেন। শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ভূঞা দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here