সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন

    1
    635

    ॥ আবুল কালাম আজাদ সোহাগ ॥ Supreem court

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলামের সঞ্চালনায় জাজেস লাউঞ্জে আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন পর্যায়ক্রমে বিচারপতিদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট মিলিয়ে অন্তত ৬০ জন বিচারপতি উপস্থিত ছিলেন।

    গত বৃহস্পতিবার এই চার বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। চার বিচারপতি হলেন : মোহাম্মদ আনোয়ার উল হক, ছিদ্দিকুর রহমান মিয়া, হাসান ফয়েজ সিদ্দিকী ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
    সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি আনোয়ার উল হক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ৩ জুলাই। স্থায়ী হন ২০০৩ সালের ৩ জুলাই।
    ছিদ্দিকুর রহমান মিয়া হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০২ সালের ২৯ জুলাই। তিনি স্থায়ী হন ২০০৪ সালের ২৯ জুলাই।
    হাসান ফয়েজ সিদ্দিকী অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি। একই বছরের ৩ জুলাই অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কিন্তু তাঁরা নির্দিষ্ট মেয়াদের পর স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত হন। পরে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ মার্চ তাঁরা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।