সুনামগঞ্জে খাস জমি নিয়ে হামলায় আহত-১৯

    0
    225

    আমারসিলেট24ডটকম,২৩জানুয়ারীঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারের পার্শবর্তী পালপাড়া এলাকায় খাস জমি নিয়ে বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘরে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহষ্পতিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পালপাড়া গ্রামের জগন্নাথ জিউড় আখড়ার জমি পার্শ্ববর্তী খাস জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এলাকার একটি প্রভাবশালী মহল এ জমি পালপাড়া এলাকার কিছু লোকের দ্বারা প্রভাবিত হয়ে দখল করার চেষ্টা করছে। এ নিয়ে বুধবার উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহষ্পতিবার দুপুর ১২টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পালপাড়া এলাকায় হামলা চালায় ওই মহলটি।হামলাকারীরা রবীন্দ্র সুত্র ধর, সুত্রপালসহ কয়েকজনের বাড়ি-ঘরে হামলা চালায়।

    এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। হামলাকারীরা সংখ্যালঘু পরিবারের প্রায় ১৫/২০টি বাড়ি-ঘরে হামলা চালায় বলে জানান    আহত রবীন্দ্র সূত্র ধর। তিনি জানান, আলফা মিয়া, বদরুলের নেতৃত্বে কিছু লোক হামলা চালিয়েছে।জগন্নাথপুর থানার সূত্রে জানা যায়, সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে পালপাড়া এলাকার লোকজন বিভক্ত হয়ে বিরোধে জড়িয়ে পড়ে। একটি অংশের সঙ্গে পার্শ্ববর্তী কিছু মুসলিম পরিবারের লোকজন এসে যোগ দেয়। বৃহস্পতিবার এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে একে অন্যের বাড়ি-ঘরে হামলা চালায়। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান তিনি।