সুনামগঞ্জে করোনা পজিটিভ সাবেক চেয়ারম্যান সুফিয়ানের ইন্তেকাল

0
472
সুনামগঞ্জে করোনা পজিটিভ সাবেক চেয়ারম্যান সুফিয়ানের ইন্তেকাল

জাহাঙ্গীর আলম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে করোনা পজিটিভ হয়ে সাবেক চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সুফিয়ান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৬ জুন ২০২১) বিকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ওয়াহিদুর রহমান সুফিয়ানের চাচাতো ভাই ইমামুল হোসেন মখফুর জানান, æসোমবার (৬ জুলাই) উনার করোনা পজিটিভ আসে এবং সিলেটে ভর্তি করা হয় কিন্তু আজকে বিকেলে উনি আমাদের ছেড়ে চলে গেলেন।

তিনি সাবেক ছাত্রনেতা,সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক প্রথম ভাইস চেয়ারম্যান,লক্ষনশ্রী ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। করোনা আক্রান্ত হবার আগে অসুস্থ হয়ে ভারতে এবং দেশে চিকিৎসা গ্রহন করে আরপিননগর তালুকদার বাড়ীর পৈতৃক বাসায় ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে বাসায় অসুস্থ শরীর নিয়ে দিনযাপন করছিলেন। কয়েকদিন আগে শরীর বেশী খারাপ হলে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা টেস্টে পজেটিভ আসে।করোনায় গতকাল থেকে উনার শারীরিক অবস্থার অবনতি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here