সিলেটের জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মুহতামিম গ্রেপ্তার

0
164

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের ঘটনায় মাদ্রাসার মুহতামিমকে আটক করে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টায় মাদ্রাসার অফিস কক্ষে রওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে মুহতামিমের অফিস কক্ষে দরজা বন্দ করে ধর্ষন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিন এর ছেলে মাওলানা মাসউদ আজহার (৪০)৷

ধর্ষনের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষনের অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁ হতে মাওলানা মাসউদ আজহারকে আটক করা হয়৷ আটক মাওলানা মাসউদ আজহার সংবাদ লেখা পর্যন্ত থানা হেফাজতে রয়েছে ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার মুহতামিমকে আটক করা হয়েছে ৷ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ৷ মামলা রেকর্ড পূর্বক বুধবার আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here