সিন্দুকে গুপ্তধন নেই মাটিতে ভরাট!

    0
    289

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭অক্টোবর, জহিরুল ইসলামঃ  ফিনলে চা বাগানের সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগানের ফ্যাক্টরীর পুরাতন গুদাম ঘরে সোমবার বিকালে একটি ব্রিটিশ-পাকিস্তান আমলের বড় সিন্দুক পাওয়া গেছে এর ভিতরে কোন অমুল্য সম্পদ বা গুপ্তধন থাকতে পারে ভেবে কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের কর্মকর্তা সহ সাংবাদিকগন হাযির হন সেখানে।

    পরে শ্রীমঙ্গল উপজেলার সহকারি কমিশার (ভুমি) মোঃ নুরুল হুদার নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল সহ, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ দেব রিংকু,শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান  ভানুলাল রায়, সাংবাদিক বিকুল চক্তবর্তী, সাংবাদিক দিপঙ্কর ভট্টাচার্য, সাংবাদিক মামুন আহমেদসহ অন্যন্য সাংবাদিক ও বাগান কর্মকর্তার সামনে সহকারি কমিশার (ভূমি) নুরুল হুদা সিন্দুকটি ভাঙ্গার অনুমতি দেন।

    প্রায় দের ঘন্টায় সিন্দুকটি কাটার মিশিনের সাহায্য কেটে ভিতরে কোন গুপ্তধন পাওয়া যায়নি তবে মাটিতে ভরাট পাওয়া গেছে।