সাতগাঁও হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিমের বদলি

0
77

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় পৌনে ২ বৎসর যাবত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন সাতগাঁও পুলিশ ফাঁড়ি বর্তমানে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিমকে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের সূত্রে জানা যায়,হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সাতগাঁও হাইওয়ে থানায় কর্মরত মোহাম্মদ ইব্রাহিমকে গাজীপুরে জোনে বদলি করা হয়েছে। তিনি প্রায় ২১ মাস ধরে শ্রীমঙ্গলে পুলিশ ফাঁড়ি বর্তমানে সাতগাঁও হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। বিদায় উপলক্ষে বিভিন্ন শ্রেণীর পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানান।
বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন অত্র এলাকার মানুষ অত্যন্ত ভালো,এলাকা খুবই শান্তশিষ্ট, প্রশাসনসহ সাধারণ মানুষের সহযোগিতার কথা স্বীকার করেন।
তিনি আরো জানান এই মুহূর্ত থেকে এসআই মোঃ রাকিব বিন ইসলাম আপাতত দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here