সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগঃজুড়িতে প্রতিবাদ সভা 

0
90

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি, মানব ঠিকানা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও ‘ হাকালুকি নিউজ’এর প্রকাশক হারিস মোহাম্মদের উপর সংবাদ প্রকাশের জেরে জায়ফরনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন মনির কর্তৃক আদালতে মিথ্যা অভিযোগ দায়েরের নিন্দা জানিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটি এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) সমিতির জুড়ী সভাপতি এবিএম নুরুল হকের (নয়া দিগন্ত) সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক “হাকালুকি নিউজ” সম্পাদক এম এম সামছুল ইসলামের (সিলেটের ডাক) পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি হারিস মোহাম্মদ (মানব ঠিকানা), জুড়ী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (মহালদার) ( এইবেলা),দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক মুক্তখবর প্রতিনিধি মো. মাহমুদ উদ্দিন প্রমুখ। 
নেতৃবৃন্দ সাংবাদিক হারিস মোহাম্মদের উপর দায়েরকৃত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here