সংলাপের তাগিদ দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি

    0
    233

    আমারসিলেটটোয়েন্টিফোর,০৯ সেপ্টেম্বর  :  দেশের স্বার্থে ইতিবাচক সংলাপের তাগিদ দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল রবিবার চিঠি দুটি ঢাকায় পৌঁছেছে। চিঠিতে জন কেরি বলেছেন, সময় নষ্ট করে লাভ নেই। বাংলাদেশের প্রয়োজনেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া জরুরি।
    এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ইতিবাচক সংলাপে বসার তাগিদ দিয়েছেন। একই ধরনের চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত ২৩ আগস্ট দুই নেত্রীকে ফোন করে রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে বসার তাগিদ দিয়েছিলেন।