শ্রীমঙ্গলে দুর্ঘটনাও সন্ত্রাসীদের হামলায় আরও ২জনের মৃত্যু

    0
    273

    আমারসিলেট24ডটকম,০ডিসেম্বরঃ জানা যায় শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউ/পি’র হামিদপুর গ্রামের মরহুম আঃ বারেক সরকারের পুত্র আঃ বাচিতকে(৫৫) দেশীয় অস্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। আহত আঃ বাচিত চিকিৎসাধীন অবস্তায় মারা যান। আজ সকাল সাড়ে ৬টার দিকে  সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করেছিল বলে জানা যায়। হামলার কারন জানা যায় নি। তার ৬ ছেলে ১মেয়ে ও স্ত্রী রয়েছেন।তিনি ডোবাগাও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যও ছিলেন বলে জানা যায়। অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি কম্পাউন্ডার মোল্লা ফরিদ আহমেদ(৪৫) এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। প্রাণী সম্পদ কর্মকর্তার সুত্র থেকে জানা যায় মোল্লা ফরিদ আহমেদ মোটরসাইকেলে চরে উত্তরসুর যাচ্ছিলেন মহা সড়কে বিপরীত মুখী একটি গাড়ী তাকে ধাক্ষা দিলে  তিনি গুরুতর আহত হন। আহত মোল্লা ফরিদকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত ডাঃ তার মৃত্যু হয়েছে বলে জানান। মোল্লা ফরিদ আহমেদ এর গ্রামের বাড়ী গাজিপুর কাপাসিয়ায়। তার ১ ছেলে ১মেয়েও স্ত্রী রয়েছে বলে জানা যায়।